আমি কেবল আমি নই
পিঙ্কু চন্দ
আমার আমি মেঘ ভাঙা স্বপ্ন নিয়ে
উড়ছি যেন সবুজ ঘুড়ি
বাগান জোড়ে ছোট ছোট ফুল গাছে
ফুটছে দেখি নতুন কুঁড়ি
রাত দুপুরে রাতজাগা এক পাখি
বিষাদ বুকে বইছে নদী
অন্ধ রাতের বুক চিরে এক মাঝি
গাইছে গান শেষ অবধি
গাছের ডালে জোড়া পাখি রৌদ্র খেলে
ক্রৌঞ্চ মিথুন পদ্য শেখায়
তরুণ কবি লেখে দীর্ঘ পারাপার
জীবন মৃত্যু ভয় কোথায়
এইতো আমি শীর্ণ হাত তুলে ধরি
বারুদ ভরা হাতের মুঠো
এবার আমি যুদ্ধে যাবো যুদ্ধে যাবো
শত্রুরা সব পেছন হঠো
জীবন জোড়ে ঝড় বৃষ্টি রৌদ্র জল
আলোয় সাজে পুষ্ট বাগান
আমি কেবল আমি নই অন্য কেউ
দাগিয়ে রাখে জল কামান ।