1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

প্রবন্ধ প্রশ্নোত্তর, মাধ্যমিক ( তৃতীয় পর্ব )

মাধ্যমিক বাংলা
সমস্ত অধ্যায় সংক্ষেপে
জয়দেব  বিশ্বাস, বিথারী ঐকতান শিক্ষা-নীড়———————————————

বিথারী ঐকতান শিক্ষা-নীড়

হারিয়ে যাওয়া কালি কলম (প্রবন্ধ) 

––নিখিল সরকার      

মূলগ্রন্থ : কালি কলম মন




  লেখকরা কলম তৈরি করতেন—— রোগা বাঁশের কঞ্চি দিয়ে ।
  'তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা' যার বলা হয়েছে—— শরৎচন্দ্র ।
  লেখকদের কালি তৈরিতে সাহায্য করতেন—— মা-পিসি-দিদিরা ।
  লেখকদের শৈশবে কালির দোয়াত ছিল—— মাটির ।
  প্রতিটি বোতামে চাপা রয়েছে —— একটি করে হরফ  ।
  খাগের কলম একমাত্র দেখা যায়—— সরস্বতী পুজোয় ।
  কুইল  এর ইংরেজি নাম——পালকের কলম ।
  পন্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল—— কানে গুঁজে রাখার জন্য ।
  লেখক কিসের বিস্ফোরণের কথা বলেছেন—— কলম ।
  কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায়—— ঝরনা কলম ।
  ফাউন্টেন পেনের জনক—— ওয়াটারম্যান ।
  লেখক ফাউন্টেন পেন কিনতে গেছিলেন—— কলেজ স্ট্রিট ।
  ঝরনা কলম  কিনতে গিয়ে লেখক  কলম কিনেছিলেন——জাপানি পাইলট ।
  ডজন দুয়েক ফাউন্টেন কলম সংগ্রহ করে লেখককে দেখিয়েছিলেন— শৈলজানন্দ ।
  আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল—— রিজার্ভার পেন ।
  দোয়াত কালির যেসব নাম আমরা পাই—— কাজল, সুলেখা ।
লাঠি তোমার দিন ফুরাইয়াছে বলেছিলেন—— বঙ্কিমচন্দ্র ।
  তলোয়ারের চেয়ে শক্তিধর বলা হয়—— কলমকে ।
  শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন—— সত্যজিৎ রায় ।
  একটি কলমের দাম দাম ধার্য্য হয়েছে——  আড়াই হাজার পাউন্ড ।
  চিনারা অবশ্য চিরকালই লিখে আসছে—— তুলিতে ।
  সোনার দোয়াত কলম ব্যবহার করতেন—— সুভো ঠাকুর ।
 যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো——ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী।
  চারখণ্ড রামায়ণ কপি করে অষ্টাদশ শতকে একজন লেখক পেয়েছিলেন—— নগদ সাত টাকা, কিছু কাপড় আর মিঠাই ।
  ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন—— অন্নদাশঙ্কর রায় ।
  রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পী হিসেবে সূচনা হয়েছিল—— পাণ্ডুলিপির পাতায়  ।
  দারোগাবাবুর কলম গোঁজা ছিল—— পায়ের মোজায়। 
  'বাবু কুইল ড্রাইভারস' কথাটি বলতেন—— লর্ড কার্জন ।                           
  এক সাহেব লিখে গেছেন বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত—— বারো আনায়।



বাংলা ভাষায় বিজ্ঞান  (প্রবন্ধ )

—রাজশেখর বসু

• মূলগ্রন্থ :  বিচিন্তা       



   রাজশেখর বসুর ছদ্মনাম——পরশুরাম ।
  সোন্দর্ভ কথার অর্থ——প্রবন্ধ ।
  ১৯৩৬ সালে পরিভাষা সমিতি একযোগে কাজ করেছে ।
  'অরণ্যে রোদন' এর অর্থ নিষ্ফল খেদ—— এটি ব্যঞ্জণা র উদাহরণ  ।
  'Sensitized Paper' এর  বাংলা অনুবাদ——সুগ্রাহী কাগজ ।
  ছেলেবেলায় লেখককে যার লেখা জ্যামিতি বই পড়তে হয়েছিল—— ব্রহ্মমোহন মল্লিক ।
  'হিমালয় যেন পৃথিবীর মানদন্ড'— কালিদাসের এই উক্তি—— কাব্যের উপযুক্ত,  ভূগোলের নয় ।
  জলের মতো আর একটি উদ্বায়ী পদার্থ—— কর্পূর ।
  পিতলের চেয়ে অ্যালুমিনিয়াম হালকা ।
  আজন্ম ইজার পরা লোকের পক্ষে হঠাৎ ধুতি পরা  অভ্যাস করা শক্ত ।
  কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করে—— ১৯৩৬ সালে ।
  পরিভাষার একটি অন্যতম উদ্দেশ্য—— অর্থ সুনির্দিষ্ট করা ।
  'প্যারাডাইক্লোরোবেনজিন' একটি—— রাসায়নিক বস্তু ।
  বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝার জন্য অবশ্য প্রয়োজন—— কিঞ্চিৎ প্রাথমিক বিজ্ঞান  । 


Joydeb Biswas

Poet Joydeb Biswas studied Bengali literature. In 2015, at the age of 22, he published 'Sahitya Chetona' magazine. Currently two editions of the magazine are published. One is the online version and the other is the printed version. He is the founder and editor of the two editions. facebook twitter youtube instagram whatsapp

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন