মাধ্যমিক বাংলা
সমস্ত অধ্যায় সংক্ষেপে
জয়দেব বিশ্বাস, বিথারী ঐকতান শিক্ষা-নীড়———————————————
বিথারী ঐকতান শিক্ষা-নীড় |
হারিয়ে যাওয়া কালি কলম (প্রবন্ধ)
––নিখিল সরকার
মূলগ্রন্থ : কালি কলম মন
✍ লেখকরা কলম তৈরি করতেন—— রোগা বাঁশের কঞ্চি দিয়ে ।
✍ 'তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা' যার বলা হয়েছে—— শরৎচন্দ্র ।
✍ লেখকদের কালি তৈরিতে সাহায্য করতেন—— মা-পিসি-দিদিরা ।
✍ লেখকদের শৈশবে কালির দোয়াত ছিল—— মাটির ।
✍ প্রতিটি বোতামে চাপা রয়েছে —— একটি করে হরফ ।
✍ খাগের কলম একমাত্র দেখা যায়—— সরস্বতী পুজোয় ।
✍ কুইল এর ইংরেজি নাম——পালকের কলম ।
✍ পন্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল—— কানে গুঁজে রাখার জন্য ।
✍ লেখক কিসের বিস্ফোরণের কথা বলেছেন—— কলম ।
✍ কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায়—— ঝরনা কলম ।
✍ ফাউন্টেন পেনের জনক—— ওয়াটারম্যান ।
✍ লেখক ফাউন্টেন পেন কিনতে গেছিলেন—— কলেজ স্ট্রিট ।
✍ ঝরনা কলম কিনতে গিয়ে লেখক কলম কিনেছিলেন——জাপানি পাইলট ।
✍ ডজন দুয়েক ফাউন্টেন কলম সংগ্রহ করে লেখককে দেখিয়েছিলেন— শৈলজানন্দ ।
✍ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল—— রিজার্ভার পেন ।
✍ দোয়াত কালির যেসব নাম আমরা পাই—— কাজল, সুলেখা ।
✍ লাঠি তোমার দিন ফুরাইয়াছে বলেছিলেন—— বঙ্কিমচন্দ্র ।
✍ তলোয়ারের চেয়ে শক্তিধর বলা হয়—— কলমকে ।
✍ শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন—— সত্যজিৎ রায় ।
✍ একটি কলমের দাম দাম ধার্য্য হয়েছে—— আড়াই হাজার পাউন্ড ।
✍ চিনারা অবশ্য চিরকালই লিখে আসছে—— তুলিতে ।✍ সোনার দোয়াত কলম ব্যবহার করতেন—— সুভো ঠাকুর ।
✍ যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো——ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী।✍ চারখণ্ড রামায়ণ কপি করে অষ্টাদশ শতকে একজন লেখক পেয়েছিলেন—— নগদ সাত টাকা, কিছু কাপড় আর মিঠাই ।
✍ ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন—— অন্নদাশঙ্কর রায় ।
✍ রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পী হিসেবে সূচনা হয়েছিল—— পাণ্ডুলিপির পাতায় ।
✍ দারোগাবাবুর কলম গোঁজা ছিল—— পায়ের মোজায়।
✍ 'বাবু কুইল ড্রাইভারস' কথাটি বলতেন—— লর্ড কার্জন ।
✍ এক সাহেব লিখে গেছেন বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত—— বারো আনায়।
বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ )
—রাজশেখর বসু
• মূলগ্রন্থ : বিচিন্তা
✍ রাজশেখর বসুর ছদ্মনাম——পরশুরাম ।
✍ সোন্দর্ভ কথার অর্থ——প্রবন্ধ ।
✍ ১৯৩৬ সালে পরিভাষা সমিতি একযোগে কাজ করেছে ।
✍ 'অরণ্যে রোদন' এর অর্থ নিষ্ফল খেদ—— এটি ব্যঞ্জণা র উদাহরণ ।
✍ 'Sensitized Paper' এর বাংলা অনুবাদ——সুগ্রাহী কাগজ ।
✍ ছেলেবেলায় লেখককে যার লেখা জ্যামিতি বই পড়তে হয়েছিল—— ব্রহ্মমোহন মল্লিক ।
✍ 'হিমালয় যেন পৃথিবীর মানদন্ড'— কালিদাসের এই উক্তি—— কাব্যের উপযুক্ত, ভূগোলের নয় ।
✍ জলের মতো আর একটি উদ্বায়ী পদার্থ—— কর্পূর ।
✍ পিতলের চেয়ে অ্যালুমিনিয়াম হালকা ।
✍ আজন্ম ইজার পরা লোকের পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা শক্ত ।
✍ কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করে—— ১৯৩৬ সালে ।
✍ পরিভাষার একটি অন্যতম উদ্দেশ্য—— অর্থ সুনির্দিষ্ট করা ।
✍ 'প্যারাডাইক্লোরোবেনজিন' একটি—— রাসায়নিক বস্তু ।
✍ বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝার জন্য অবশ্য প্রয়োজন—— কিঞ্চিৎ প্রাথমিক বিজ্ঞান ।
রাহুল বর্মন
উত্তরমুছুনKhub bhalo
উত্তরমুছুন