1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

মাধ্যমিক ইতিহাস সম্ভাব্য প্রশ্নাবলী ২০২২

ঐকতান  শিক্ষানীড়
মাধ্যমিক  ইতিহাস
সম্ভাব্য  প্রশ্নাবলী ২০২২


(পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের  সিলেবাস অনুসারে)






Madhyamik 2022 History Suggestions


ইতিহাসের ধারণা

প্রশ্নমান ২ 


  1. ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী?
  2. সামাজিক ইতিহাস কী?
  3. স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো?/ আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন?
  4. স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়?
  5. পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?
  6. ‘সোমপ্রকাশ’ সাময়িকপত্রের বিষয়বস্তু কী ছিল?
  7. সরকারি নথিপত্র বলতে কী বোঝো?
  8. আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো?
  9. নারীবাদী ইতিহাসচর্চা বলতে কী বোঝো?
  10. নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কী বোঝো?
  11. আধুনিক ভারতের ইতিহাস রচনায় সরকারি নথিপত্র গুরুত্বপূর্ণ কেন?
  12. ব্রিটিশ সরকার কেন ১৮৭৮ সালে ‘সোমপ্রকাশ’ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়?
  13. কবিগুরুর স্বদেশ ভাবনার কীরুপ চিত্র তার আত্মজীবনীতে ফুটে উঠেছে?
  14. নতুন সামাজিক ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী?
  15. ইতিহাস গবেষনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখ।
  16. ফটোগ্রাফ কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান হয়ে উঠেছে?
  17. সোমপ্রকাশকে বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র বলা হয় কেন?
  18. কন্যা ইন্দিরাকে লেখা পিতা জহরলাল নেহরুর চিঠিগুলি ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ কেন?
  19. খেলাধূলা কীভাবে জাতীয়তাবাদের বিস্তারে সহায়ক হয়?
  20. ইতিহাসের উপাদানরূপে বঙ্গদর্শনের গুরুত্ব কী?




সংস্কারঃ  বৈশিষ্ট্য ও পর্যালোচনা


প্রশ্নমান ২ 


  1. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন?
  2. বাংলার নারী শিক্ষাবিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো।
  3. ‘মেকলে মিনিট’/ ‘McLean minutes’ কী?
  4. সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী?
  5. সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল?
  6. ‘নববিধান’ কী?
  7. মধুসূদন গুপ্ত কে ছিলেন?
  8. এদেশে পাশ্চাত্য শিক্ষাবিস্তারে খ্রিস্টান মিশনারীদের প্রধান উদ্দেশ্য কী ছিল?
  9. ‘নব্যবঙ্গ আন্দোলন’ বলতে কী বোঝো?
  10. স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন ‘নব্য’?
  11. ব্রাহ্মসমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো।
  12. ডেভিড হেয়ার স্বরনীয় কেন?
  13. ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ১৮১৩ সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল?
  14. প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কী বোঝো?
  15. উডের নির্দেশনামা বলতে কী বোঝো?
  16. উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণ বলতে কী বোঝো?
  17. ‘Filtration Theory’ বা ‘ক্রমনিম্ন পরিস্রুত নীতি’ বলতে কী বোঝো?
  18. ফোর্ট উইলিয়াম কলেজ কে, কবে কী উদ্দেশ্যে স্থাপন করেন?
  19. ‘তিন আইন’ বলতে কী বোঝো?
  20. ডিরোজিও কেন কর্মচ্যুত হন?
  21. ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ কাকে কেন বলা হয়?
  22. ‘শ্রীরামপুর ত্রয়ী’ কাদের বলা হত?
  23. শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো।
  24. হাজী মহম্মদ মহসীন বিখ্যাত কেন?
  25. উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণকে কলকাতা কেন্দ্রিক জাগরণ বলা হয়েছে কেন?






প্রশ্নমান  8 


  1. স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখা করো।
  2. এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কী ভূমিকা ছিল?
  3. ‘হুতোম প্যাঁচার নকসা’ গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়?
  4. ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’য় উনিশ শতকের বাংলার গ্রামীন সমাজের কীরূপ ছবি ফুটে উঠেছে?
  5. ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো।
  6. পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন?
  7. টীকা লেখঃ ইয়ং বেঙ্গল আন্দোলন
  8. সমাজ সংস্কারে কেশবচন্দ্র সেনের অবদান পর্যালোচনা করো।
  9. রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
  10. নীলদর্পন’ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়?
  11. শ্রীরামকৃষ্ণদেবের ‘সর্বধর্ম সমন্বয়ের আদর্শ’ ব্যাখ্যা কর?
  12. টীকা লেখোঃ উডের নির্দেশনামা
  13. উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্কওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন?
  14. নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো।
  15. পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো।




প্রশ্নমান  ৮ 

  1. উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল?
  2. শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।
  3. বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন?
  4. বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল?



প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

প্রশ্নমান ২ 

  1. নীলকররা নীলচাষীদের উপর কীভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে আলোচনা করো।
  2. ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
  3. দুদু মিঞা স্মরণীয় কেন ?
  4. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ব্যর্থ হল কেন?
  5. নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল?
  6. নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কীরূপ ভূমিকা ছিল?
  7. বিপ্লব বলতে কী বোঝায়?
  8. মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?
  9. চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল?
  10. কোল বিদ্রোহের কারণ কী?
  11. বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝো?
  12. ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার তিনটি কারণ উল্লেখ করো।
  13. ‘খুঁৎকাঠি প্রথা’ বলতে কী বোঝো?
  14. ব্যবসায়ীরা কীভাবে সাঁওতালদের শোষন করত?
  15. ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল?
  16. বিরসা মুন্ডা কে ছিলেন?
  17. সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী ছিল?
  18. বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য কী?
  19. পাবনা কৃষক বিদ্রোহ কী কারণে ঘটেছিল?
  20. ‘সাঁওতাল হুল’ বলতে কী বোঝো?
  21. দাঁদন কী?
  22. চুয়ার বিদ্রোহকে ‘চুয়াড় বিপ্লব’ বললে কেন ভুল বলা হবে?
  23. কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
  24. ১৮৭৮ সালের অরণ্য আইনে কী বলা হয়েছিল?
  25. জমিদার কৃষ্ণদেব রায়ের সঙ্গে তিতুমীরের সংঘাতের কারণ কী ছিল?






প্রশ্নমান  8

  1. ১৮৫৫ সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন?
  2. টীকা লেখঃ ফরাজি আন্দোলন
  3. কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন?
  4. নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত সমাজের মনোভাব কীরূপ ছিল?
  5. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ কী কৃষক বিদ্রোহ ছিল?
  6. টীকা লেখঃ বারাসাত বিদ্রোহ
  7. ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কী ছিল?
  8. টীকা লেখঃ কোল বিদ্রোহ
  9. বাংলায় তিতুমীরের আন্দোলনের গুরুত্ব কী ছিল?
  10. টীকা লেখঃ মুন্ডা বিদ্রোহ


প্রশ্নমান  ৮ 


  1. সংঘবদ্ধতার গোড়ার কথা” বিশ্লেষণ ও বৈশিষ্ট্য
  2. নীল বিদ্রোহ কেন ঘটেছিল? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।নীল বিদ্রোহ কেন ঘটেছিল? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।



সংঘবদ্ধতার গোড়ার কথা” বিশ্লেষণ ও বৈশিষ্ট্য


প্রশ্নমান ২


  1. উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে ‘সভা-সমিতির যুগ’ বলা হয় কেন?
  2. মহারানির ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল?
  3. ‘আনন্দমঠ’ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল?
  4. জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো।
  5. উনিশ শতকে জাতীয়তাবাদী উন্মেষে ‘ভারতমাতা’ চিত্রটির কীরূপ ভূমিকা ছিল?
  6. জমিদার সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
  7. ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়?
  8. গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন?
  9. জাতীয়তাবোধের জাগরণে হিন্দুমেলা কীরূপ ভূমিকা পালন করেছিল?
  10. গভর্নর জেনারল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য কী?
  11. ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন?
  12. ১৮৫৭ সালের বিদ্রোহকে কী ‘জাতীয় বিদ্রোহ’ বা ‘স্বাধীনতার প্রথম সংগ্রাম’ বলা যায়?
  13. ভারতসভা কোন কোন বিষয়ে আন্দোলন করেছিল?
  14. মহারনির ঘোষনাপত্র বলতে কী বোঝো?
  15. ‘ইলবার্ট বিল বিতর্ক’ বলতে কী বোঝো?




প্রশ্নমান  8

  1. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল?
  2. টীকা লেখঃ হিন্দু মেলা
  3. ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে কী সামন্তশ্রেণির বিদ্রোহ বলা যায়?
  4. টীকা লেখঃ বঙ্গভাষা প্রকাশিকা সভা
  5. ‘আনন্দমঠ’ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
  6. মহারানির ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী?
  7. ভারতসভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জীর ভূমিকা বিশ্লেষণ করো।
  8. অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারতমাতা’ চিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
  9. ১৮৫৭ সালের বিদ্রোহ কী সিপাহী বিদ্রোহ ছিল?
  10. বঙ্গভাষা প্রকাশিকা সভা ও জমিদার সভা তাদের উদ্দেশ্য পূরণে কতদূর সফল হয়েছিল?



প্রশ্নমান  ৮

  1. উনিশ শতকে লেখা ও রেখার মাধ্যমে কিভাবে ভারতে জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে?
  2. সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো।



বিকল্প চিন্তা ও উদ্যোগঃ বিশ্লেষণ ও পর্যালোচনা

প্রশ্নমান ২ 


  1. ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 
  2. উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’-এর ভূমিকা কী ছিল?
  3. বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল?
  4. বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী?
  5. বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? 
  6. চার্লস উইলকিনস কে ছিলেন?
  7. বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা?
  8. রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কেন?
  9. ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন?
  10. কারিগরি শিক্ষাবিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের ভূমিকা কী ছিল?
  11. ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল?
  12. উনিশ শতকে বাংলায় ব্যাবসায়িক ভিত্তিতে ছাপাখানা বিকশিত হয়েছিল কেন?
  13. শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?
  14. উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘কলকাতা বিজ্ঞান কলেজে’র ভূমিকাকী ছিল?
  15. বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কীরূপ অবদান ছিল?
  16. মুদ্রণের ইতিহাসে ১৮০০ সাল গুরুত্বপূর্ণ কেন?
  17. রবীন্দ্রনাথ কীভাবে ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার সমালোচনা করেছেন?
  18. উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘বসু বিজ্ঞান মন্দির’-এর ভূমিকা কী ছিল?
  19. বাংলার অধিকাংশ ছাপাখানা কলকাতায় গড়ে উঠেছিল কেন?
  20. জাতীয় শিক্ষা পরিষদের কর্মসূচি কী ছিল?


প্রশ্নমান  8  

  1. বাংলায় কারিগরি শিক্ষাবিস্তারে ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের’ ভূমিকা কী ছিল?
  2. শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি  অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?
  3. ছাপাবইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সস্পর্ক বিশ্লেসণ করো।
  4. বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল?
  5. বিজ্ঞানচর্চার বিকাশে ‘বসু বিজ্ঞান মন্দির’-এর কীরূপ ভূমিকা ছিল?
  6. বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরির কীরূপ অবদান ছিল?
  7. রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার সমালোচনা করেছেন?
  8. বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কীরূপ অবদান ছিল?
  9. বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার পরিচয় দাও।
  10. বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে স্যার উইলিয়াম কেরির কীরূপ অবদান ছিল?







 প্রশ্নমান  ৮       

  1. উনিশ শতকে ছাপাখানার বাণিজ্যিক উদ্যোগে বাঙালির অবদান সংক্ষেপে আলোচনা করো।
  2. ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও।
  3. মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।


                                



ঐকতান  শিক্ষানীড় , বিথারী গাবতলা, উত্তর ২৪ পরগনা, ৭৪৩২৮৬
চলভাষ : ৭৫০১৫৭৫৬৫৪ , https://sahitya-chetona.blogspot.com


Joydeb Biswas

Poet Joydeb Biswas studied Bengali literature. In 2015, at the age of 22, he published 'Sahitya Chetona' magazine. Currently two editions of the magazine are published. One is the online version and the other is the printed version. He is the founder and editor of the two editions. facebook twitter youtube instagram whatsapp

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন