'সাহিত্য চেতনা' লোগো, চিত্রাঙ্কন শুভদীপ পাল |
'সাহিত্য চেতনা''র পাঠক,কবি ও লেখকদের জন্য সুখবর । অগামী 'পুজো সংখ্যা'র (মুদ্রিত) জন্য লেখা পাঠান আগামী ২৫শে আগস্ট ২০২১ -এর মধ্যে । এছাড়াও সাপ্তাহিক সাহিত্য পাতা'র জন্যও লেখা পাঠাতে পারেন, যা প্রতি সপ্তাহে প্রকাশিত হয়। সাহিত্য চেতনা ওয়েব পোর্টাল আপনাদের লেখা নিয়ে হাজির হবে প্রতি রবিবার। কবিতা, গল্প,প্রবন্ধ,ভ্রমন যেকোনো বিষয়ে আপনি লেখা পাঠাতে পারেন । লেখা পাঠাবেন শুধুমাত্র পত্রিকার ইমেলে ।
Email address : sahityachetona@gmail.com
{tocify} $title={এক নজরে}
নিয়মাবলী :
• কবিতা – নির্দিষ্ট কোনো বিষয় নেই , শব্দের সীমাবদ্ধতা নেই । তবে লেখাটি অপ্রকাশিত হতে হবে । মুুুদ্রিত সংস্করণের ক্ষেত্রে কবিতা সর্বাধিক ১৮ লাইন হতে হবে
• উপন্যাস – উপন্যাসের সম্পূর্ণ পাণ্ডুলিপি পাঠাবেন । মুদ্রিত পত্রিকার জন্য উপন্যাস গ্রহনযোগ্য নয় ।
• গল্প – ৫০০ শব্দের মধ্যে যে কোনো বিষয়ে ছোট গল্প লিখতে পারেন ।
• প্রবন্ধ –
বিষয় : নির্দিষ্ট কোনো বিষয় নেই
শব্দসীমা নেই, তবে তথ্য সংগ্রহের ঋণ স্বীকার করবেন । মুদ্রিত পত্রিকার ক্ষেত্রে শব্দ সংখ্যা ৫০০ ।
• ভ্রমন কাহিনী – ৫০০ শব্দের মধ্যে লিখবেন এবং বেশ কিছু ছবি পাঠাবেন ।
মেল বডিতে বাংলা হরফে টাইপ করে লেখা পাঠাবেন । কোন Attached file পাঠাবেন না । এবং কোন্ বিভাগে লেখা পাঠাচ্ছেন অবশ্যই তা উল্লেখ করে দেবেন । এছাড়াও নিচের লিংকে সরাসরি লেখা জমা দেওয়া যাবে ।
লেখা পাঠাবেন ২৫শে আগস্ট-এর মধ্যে ।
'সাহিত্য চেতনা' ওয়েব পত্রিকার জন্য সারাবছর লেখা পাঠানো যায়, তবে কোন্ সংখ্যার জন্য পাঠাচ্ছেন তা উল্লেখ করে দেবেন ।
'বসন্ত সংখ্যা'র (মুদ্রিত) জন্য এখানে ক্লিক করুন
–সম্পাদক
Hi! সাহিত্য চেতনা। আমি চৈতালী সিনহা। JNU PhD student. আমি নিজের রচনা পাঠাতে চাই বিশেষ করে কবিতা। কি ভাবে যোগাযোগ করতে পারি কোনো লিংক যদি পেতাম তাহলে খুব ভালো হতো । আমি কালকেও একটা পোস্ট করে ছিলাম এই প্রসঙ্গে কিন্তু কোনো উত্তর পাই নী। ধন্যবাদ।
উত্তরমুছুনআপনি আমাদের ইমেলে লেখা পাঠাবেন । আমাদের ইমেল ; sahityachetona@gmail.com
মুছুনবিস্তারিত দেওয়া আছে ।
মুছুনকবিতা কি ভাবে পাঠাতে পারি জানাবেন । ধন্যবাদ। বর্তমানে আমার হিন্দী তে অনেক রচনা প্রকাশিত হয়েছে কিন্তু বাংলা পত্রিকার এখানে সেইরকম কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিনা তাই সাহিত্য চেতনা কে সম্পর্ক করছি। আশা করি নিরাশ করবেন না।
উত্তরমুছুনআপনি আমাদের ইমেলে লেখা পাঠাতে পারবেন । তাছাড়াও আমাদের সঙ্গে আপনি সমস্ত সামাজিক মাধ্যমে সংযুক্ত হ'তে পারবেন ।
মুছুনসম্পাদক
আমাদের ইমেলে লেখা পাঠাবেন
উত্তরমুছুন