আপাতত
প্রতীক মিত্র
আলো একদম চাই না।
কি লাভ সেই আলোর
যা শুধু মিথ্যের ঝলকানি দেখায়?
অন্ধকারের গভীরতায় অসীমের অনুষঙ্গ।
বোধ-বুদ্ধি-যুক্তি সব বানভাসী আজ।
একমাত্র অন্ধকারই প্রসঙ্গ।
আগামীকে জমকালোর
সাথে মুড়ে নতুন কৌশলে সীমানা
বাঁধার মতলব। মানুষ কিন্তু রাস্তায়।
ওপরওয়ালার দৃষ্টি হয়েছে দুর্বল।
গণতন্ত্রকে অনুশীলন করায় পায়রা ওড়ানোর
আর নিজে গন্ধ শুঁকে চিনে নেয় দল।
ভাবছে এভাবেই প্রলেপ দেবে নকল ভোর।
জমা ক্ষোভ-অবিচারই ওদের সম্বল
যেহেতু অন্ধকারই থাক প্রসঙ্গ।
আলো মোটেও চাইনা।
কি লাভ সেই আলোর
যা শুধু মিথ্যের ঝলকানি দেখায়?