পৌছে যাব মঙ্গলে
মোহিত ব্যাপারী
ছড়িয়ে আছি ইট পাথরের জঙ্গলে।
আমরা কালকে যাব মঙ্গলে।
আমরা বেশ দিব্যি আছি।
মাথার উপর জ্বলছে আগুন গনগনে।
আর একটু হলেই আকাশটাকে ফেলব ছুয়ে।
বাড়িগুলো তুলছে মাথা উঠছে টাওয়ার চারদিকে।
পথ ঘাট সব ঝকঝকে আর তকতকে।
মাটি ছেড়ে করছি বাস আকাশেতে।
আকাশ থেকে মানুষ দেখি পিঁপড়ে ভেবে।
পাখির ডাকে আর ঘুম ভাঙে না।
কখন যে সকাল হয় তাই জানিনা।
কর্ম করি রাত জেগে।
আমরা আছি চাঁদের দিকে হাত বাড়িয়ে।
শহরটাকে ভালোবাসি ভীষন রকম বেশি।
আমরা আছি উন্নয়নের সাথী,
নর্দমা আর ঝুপড়িটাকে সরিয়ে রেখে পাশে।
কৃষ্ণচূড়ার আগুন কেন মাখবে ফাগুন।
আমরা মাখব গায়ে সূর্যের আগুন।
পাথর ফুঁড়ে সবুজ যদি কোনমতে মাথা তোলে
আমরা তাকে ছেঁটেই দেব সন্দেহ নেই তাতে।
এত ভাবনা কিসের চিন্তা কিসের,
আজ নাহয় কাল ঠিক পৌছে যাব মঙ্গলে।