নিসের সন্ত্রাস
অরুণ কুমার সরকার
সেদিন লরির চাকায় পিষ্ট কবিতার দেশ
নিসের সমুদ্র সৈকতে তখন আতশবাজির
অতুল উৎসব;
হঠাৎ আর্তচিৎকার উৎসবমুখর হাজারো জনতার
নিমেষে ডুবে গেল বাস্তিল উৎসবের আনন্দ উচ্ছ্বাস
নিভে গেল আলোর রোশনাই ....
চারিদিকে দাগ কাটে চাপ চাপ রক্ত;
সমুদ্রতটের কোল ঘেঁষে বোমার স্প্লিন্টারের মতো ছড়িয়ে গেল
নিহত আর ক্ষতবিক্ষত মানুষের দেহাংশ-
অচেতনে পড়ে থাকল নিষ্পাপ শিশুর
খেলনা, বেলুন, জুতো....
একটা দমকা হাওয়ায় যেন অকালে ঝরে গেল
চুরাশিটি তাজা প্রাণ;
মুক্তচিন্তার দেশে এ নরমেধযজ্ঞে কার কতটা
লাভ হল কে জানে -
কেবল বিপ্লবের রূপকথা পর্যবসিত হল
আতুর শোকগাথায়.....