কবি কেতকী বসু'র দু'টি কবিতা
বিবেক
গভীর ঘুমের আড়াল থেকে শব্দের ধ্বনি শুনি
অজানা অর্থ বুঝতে পার হয় দিন
নিয়মের সীমারেখা পেরোনো গণ্ডিটা অচেনা
তাই সংখ্যা গুণী নিয়মের আর সময়ের।
অচেনাকে চিনে নেওয়ার আবেদন উন্মুক্ত
খোলা খাতা আর কলমের ব্যবহারে তাই সুযোগ খুঁজি না
অনিময়ের যাত্রা শুরু হওয়ার আগেই
পরিচয়ের মাত্রা যোগ দর্শনে ,আর বিজ্ঞানে
শুরুর আগেই শেষ হয় বাতাসের স্পর্শ
নিয়মের মধ্যে আর এক নিয়মে
ভেসে আসা মেঘের ডাক শুনে
বৃষ্টির জলে ভাসিয়ে নিই কবিতায় আর কল্পনায়।
যত গুমোট ক্লান্তি জমা হয় কবিতার খাতায়।
অসম্ভবের দায়
পুরাতন আর সৌখিনতার দায় নিয়ে পার করি হাজার রাত্রি
অলিখিত নিষেধাজ্ঞা তুলে রাখি ভ্রম কল্পনায়
নির্দিষ্ট গতিপথের লক্ষ স্থির করি দক্ষ কর্মশালায়
উপস্থিত দর্শকের কাছে নির্দিষ্ট বিচার ব্যবস্থায়
সাজানো মঞ্চ আর নাটকের গল্প কাহিনীতে।
পার হয় দৃশ্যপট আর সাজানো চরিত্র
অনুভূতি আর আবেশে ভেসে যায় কালচক্র
দূর থেকে দূরে শুনি সে পদধ্বনি
অযাচিত ডাকে সাড়া মেলে না,
বয়ে নিয়ে যাওয়া কোনো এক অজানা সময়কে
তার পরেও সাড়ম্বরে অনুষ্ঠিত হয় উৎসব
সাজানো মঞ্চ তৈরি হয় রঙের মশালে ।