বনেদী বাড়ির পুজো
হরবোলা সুনীল আদক
বনেদী বাড়ির দালানকোঠায়
হচ্ছে পুজো জমজমাট
বাড়ির গিন্নিরা পুজোর আয়োজন
করছে পরিপাট ।
এক কাঠামোয় দুগ্গা পুজো
হয় বছর বছর
চোখ ফেরানো যায় না কভু
থাকে সাজের বহর।
বাড়ির পূজোয় ব্যস্ত সবাই
থাকে মহানন্দে,
ঢাকিওয়ালা বাজায় ঢাক
বাজায় নানা ছন্দে।
বাড়ির পুরুত ঠাকুর মন্ত্র পাঠ
ধীরে ধীরে বলে
পূজোর পরে শান্তি জল
দেয় ছিটিয়ে লোকজনে।
পুজোর কদিন কত্তা গিন্নিরা
বাঙালীয়ানা সাজে,
ধুমধামে বাড়ির চৌহদ্দীতে
থাকে নানান কাজে।
দশমীতেই গিন্নিরা সব
মাতে সিঁদুর খেলায়
নিরানন্দে বিদায় জানায়
যায় গোধূলি বেলায়।