শাব্দিক হানায়
সৌমেন্দ্র দত্ত ভৌমিক
সামান্য শব্দেও চেতনায় জাগরণ।
নিবিষ্ট মনে একাকী বসে
সাগরের উপকূলে,
এখানে শান্ত হাওয়ার বিপুল আপ্যায়নে
সুস্থ ভাবনায় পদচারণ।
শব্দেরা ধেয়ে এল অসভ্যের মতন
ওলটপালট হয় চলনবলন।
অরাজক পরিবেশেসব ফুল যায় শুকিয়ে,
বাক্যের মাতলামীতে উতপ্ত আবহাওয়ায়
দুঃখটা আছে শুধু সহায়।
অধার্মিক বৃত্ত থেকে মুক্তির অভিপ্রায়ে
কতটা ক্ষমতা থাকবে আস্তিনে?
শাব্দিক ভয়াল আক্রমণ কোন রাস্তায়
যাবে কেউ জানে না এখন।
সামান্য শব্দও নাড়া দেয় ইন্দ্রিয়ের মধ্যস্থলে।
আবার কিভাবে গড়বে বন্ধু হে স্বজন।