ঐ শোনা যায়
মনোরঞ্জন ঘোষাল
মনোরঞ্জন ঘোষাল
ঐ শোনা যায় ঘণ্টার ধ্বনি
খুবই উচ্চ স্বরে অশ্রুত কানে।
ও যে অশনি সঙ্কেত!
প্রলয় হুঙ্কার শিব তাণ্ডবের।
সে যে চেয়েছিল সতীত্ব
মহা প্রলয় থেকে দক্ষেরে রক্ষা
মৃত্যুই হল শেষ পরিচয়।
শিলায় শিলায় আজ ধরেছ ফাটল
জ্বলছে আগুন রুদ্র রাগে
কোথা হে কৃষ্ণ আজ; কে বাঁচাবে?
প্রত্যয় মুখ ঠুকে মরে উষ্ণ বালুকা তটে।
যদি পবন বরুণ নিভিয়ে দেয় ক্রোধ
জানি নিভিবেনা তবু সে শিবের অন্তরে।
সেই একদিন দেবে দক্ষের রাজসভা
পাষাণের করে।