এবার ঘুমাও কবি
প্রদীপকুমার সামন্ত
এবার ঘুমাও কবি --
যতসব শব্দ লয় যতি মাত্রা
হারিয়ে যাচ্ছে নীরবে
ঘুণধরা সমাজের অহংকার আর
ঘাত -প্রতিঘাতের নির্মম দোলাচলে
ভোরের স্বপ্নের মৃত্যুর হাহাকার
শুনছি আর দেখছি প্রতিক্ষণে ।
যুক্তি -তর্কের ধার ধারে না অহংকারী মানুষ
ক্ষমতালোভী অর্থের ফানুষ হয়ে
রক্তচক্ষু দেখিয়ে সমাজকে দাপিয়ে রাখে
প্রতিবাদী ভাষা আজ মুক বধির ।
অনাস্বাদিত স্বর্গের পারিজাত ফোটে
কাগজের ফুলে ফুলে ভ্রমরা নাচে
সবই মায়াময় স্বপ্ন, মৌন আবেশ ,
সেখানে গান , শব্দ , ছন্দ ,কাব্য জড়িয়ে লাভ কি ?
সবই তো দুরাশার বালুচরে
মিথ্যের মায়াজাল বোনা ।