ইচ্ছে ফুল
ডঃ ভারতী বন্দ্যোপাধ্যায়
মনে যদি রাখো তবে খুলে রেখো দুয়ারের খিল
চাবিটি হারিয়ে গেছে সে কোন অজানা সংকেতে
তবু আছে কিছু দুঃখফুল, কিছু স্মৃতি, ঝরে যাওয়া পাতা
তাদের আগলে রাখি সযত্নে আঁচল খানি পেতে
বন্ধ দুয়ারের পাশে
বেশ কিছুক্ষন
সে কোন প্রোপঞ্চময় খেলা
সে কোন পাকদণ্ডী জীবন
গৃহবন্ধি নিঃসঙ্গতা ঘুরেফিরে মনের দাওয়ায়
তবু সেই ছাদ ভাঙ্গে
পাখা মেলে উড়ে যাওয়া
ঘন নীল আকাশের মায়াবিনী ইচ্ছে