কাম্য ছায়া, অভ্যর্থনা মঞ্চ
তোফায়েল তফাজ্জল
গুলি যেমনি লক্ষ্যচ্যুত হয়
জীবনের কোনো কোনো অংশ তেমন হতেই পারে।
মিলে শিকার দ্বিতীয়, তৃতীয় চেষ্টার বদৌলতে।
সেকেন্ড মিনিট ঘণ্টা দিন সপ্তাহ পাক্ষিক বছরকে
যারা ভাবে খেলাধুলো, খায়েস মিটানো বিনোদন,
এদের ভুপৃষ্টে আসার উদ্দেশ্য লাঙলের মাটি খাওয়ারূপে
বা প্রয়াস যেনো ঠিক বিন্দুভ্রষ্ট শর।
যারা এতে সংশোধনী আনে, লেগে থাকে
জানতে বুঝতে এবং পা শক্ত করে
কিছু করে দেখিয়ে দেয়ার ধৈর্যকে বানিয়ে সঙ্গী
তারাই অথই মরু পাড়ি দিয়ে লাভ করে কাম্য ছায়া, অভ্যর্থনা মঞ্চ
যা ঘিরে হাওয়ায় ভেসে আসে কোটি কণ্ঠ।
তোমার মাঝে কি সেই চেষ্টা ও সংযম ?