শিক্ষা
অহনা ঘোষ
আমার মেয়েটা অক্ষত আছে, তাই জ্বালাইনি মোমবাতি,
বৃষ্টির জল গায়ে লাগলে তবেই কিনবো বর্ষাতি।
আমার মেয়েটা ধর্ষিতা নয়, ছুঁড়ে মারেনি অ্যাসিড কেউ,
সময় নষ্ট যত সমস্ত ন্যায় বিচারের আলগা ঢেউ।
আমার মেয়েটা চাকরি করে, রাতদুপুরে একলা হয়,
চিন্তিত আমি ঘর-বার করি, নিরাপত্তার অবক্ষয়।
আমার মেয়েটা ছেলে বন্ধুর সাথে থাকলেও রক্তচোখ,
সমাজ রসের অতল ছুঁয়েছে, পুরুষ মানেই দুষ্টু লোক।
আমার মেয়েটা প্রতিবাদী খুব, সত্যি বলতে করে না ভয়,
কতবার ওকে বুঝিয়েছি আমি, সমাজটা অত সহজ নয়।
আমার মেয়েকে শিখিয়েছি আমি পিঠ বাঁচানোর সংবিধান,
অন্যায় হোক, অপরাধ হোক, সহ্য করার দিই নিদান।
আমার মেয়েটা তেল মাখিয়ে চাকরিতে করে উন্নতি,
নিজের আখের গোছায় না যে তারই আখেরে হয় ক্ষতি।
আমার মেয়েকে এভাবেই আমি রাখছি আঁচলে মুখ ঢেকে,
এমন শিক্ষা সেই মা দিলেই মরতে হতো না তার মেয়েকে।