সুখ-দুঃখ
আশীষ কুমার চক্রবর্তী
সুখ যখন জীবনে আসে
মেতে থাকি পরমানন্দে,
সারাটা মন ভাসে উল্লাসে
সুখ আসে ক্ষণিকের তরে।
চিন্তা বাড়ে সমস্যা এলে
দুঃখ তখন আসে.জীবনে,
ভেঙে পড়ো না যদি সে আসে
জয় করো সব সমস্যাকে।
সুখ ,দুঃখ স্থায়ী কিছু নয়
সহজভাবে মেনে নিতে হয়,
কিছুদিন মোরা হাসি উল্লাসে
কখনও জীবনে আঁখি জলে ভরে।
চিরসত্য মেনে নিতে হয়
মিথ্যা কভু স্থায়ী নাহি হয়।
জীবনে চলো সত্যের পথে
চেতনার উদয় হবে জীবনে।
হৃদয় গড়ো ভক্তি দিয়ে
বিশ্বাস আর ভালবাসাতে।