শরৎ এলো দ্বারে
সুজিত কুমার পাল
কাশফুলেতে লাগল নাচন শিউলি ঝরা প্রাতে,
মনের আকাশ হল মেদুর শুভ্র মেঘের সাথে।
শরৎ এলো পথে ঘাটে পড়ল কাঠি ঢাকে,
অন্ধ ঘরের বন্ধ দ্বারে আর কে কারে রাখে।
শরৎ তুমি প্রাণের আবেগ তোমায় মনে রাখি,
তোমার কথা তোমার গানে উঠলো ডেকে পাখি।
হিমের পরশ লাগল হাওয়ায় চোখে নতুন আলো,
মন্দিরে মা আসবে এবার জ্বালো প্রদীপ জ্বালো।
নদীর তীরে হালকা হাওয়ায় শুভ্র পরী দোলে,
শরৎ এলো শরৎ এলো বাংলা মায়ের কোলে।
আকাশ পাড়ে হলো পাগল সাদা মেঘের ভেলা,
খুশির জোয়ার লাগল বুকে সবুজ হল বেলা।
মন পবনে ছড়িয়ে দিলাম আগমনীর সুর,
আসছে ঘরে দুগ্গা ঠাকুর ভরবে অন্তঃপুর।
ধূপের গন্ধে উঠলো ভরে সাধের সন্ধ্যা বেলা,
মনের কালো গেল দূরে এলো মিলন মেলা।
এসো মাগো সবার ঘরে দুঃখ মুছে দিও,
ভক্তি শুধু আছে প্রাণে সেইটুকু মা নিও।
কষ্ট নিয়ে ম্লান মুখে দাঁড়িয়ে আছে যারা,
ভুলিয়ে দিও দুঃখ তাদের যারা জীবনহারা।