নতুন করে মা হবি
প্রবীর কুমার চৌধুরী
(গদ্য)
চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দে মা,
আসবো আবার তোর মাতৃত্বের কোলে ।
চাঁদ মুখের তোর ওই মধুর হাসি,
স্নেহভরা হাতের পবিত্র স্পর্শে -
আমার সার্থক হোক মা মানব জীবন।
(পদ্য)
ভাঙাস নে মা ঘুম আমার স্বপ্নভরা চোখে,
খুঁজছি ছেলেবেলা এখন তোর বার্ধক্যের বুকে।
সরিয়ে দিয়ে সকল ভয় স্বপ্নে শুনি গান-
"খোকা ঘুমাল" শব্দগুলো হয়েছে বড় ম্লান,
আবার না হয় করলি আদর,করালি স্নেহে স্নান।
(গদ্য)
বিতৃষ্ণায় ভরে যায় মন,বিপন্য বসুধা-
অস্থিরতা,অসহায়তা,কুড়ে,কুড়ে খায় জীবন।
নষ্ট সময়,নষ্ট মনের এখন বীভৎস দাপাদাপি,
এক আদান্ত পরাজিত,বিপর্যস্ত শতাব্দী
আমি স্থবির স্বাধীনতায় হারাই বাকস্পন্দন।
(পদ্য)
ওমা তোর চরণদুটি ধরি,আহা মরি,মরি,
শুভ্র বসনে ,রাঙা চরণে ,মাতৃরুপ গড়ি।
ওমা তোর স্নেহ,শাসন,পরম যতন ফিরিয়ে দে,
সৎ,নিঃস্বার্থ মানুষ গড়ায় মাতবি আনন্দে,
নির্লোভে শান্তি,প্রেমই ধর্ম,বোঝাবি রন্ধ্রে, রন্ধ্রে ।
(গদ্য)
পাষান বুকে বেঁধে নীরবে শব্দে লিখে যাই-
কবির কলমে আঁচড় কাটা বাক্যে অন্যায়ের প্রতিবাদ।
ক্রোধের অক্ষরে বারুদ ভরা গান,দাবানলে জনজীবন ,
বিদ্রোহে কবিতা হোক মানুষের শানিত তলোয়ার-
নির্ভিক শব্দই হোক সত্যপ্রকাশের অভিপ্রায়।