যখন একা
সোমা দাস
যখন লাগবে না মন কোনো কাজেই
চিঠি লিখো আমায়
দেখবে কেমন লিখেই যাবে,কে আর
তোমায় থামায়।
ভাববে যখন একলা তুমি একেবারে
তাকাও চাঁদের দিকে
ধনী তুমি তোমার কাছে, আর
সব রং ফিকে।
হাঁটতে গিয়ে এ পথ যখন
দীর্ঘ মনে হবে
আলতো করে থেকো ছুঁয়ে
এ পথ কেটে যাবে।
যখন রাত বিছানায় একলা শুয়ে
ভিজবে মাথার বালিশ
জানালাতে কান পেতে শুনো
আমারও আছে নালিশ।