বুর্জুয়া
ইলিয়াস মাহমুদ
শানকিতে সাদা ভাতের জলরঙ
ছবি মনে পড়ে
দুর্ভিক্ষে হারানো মৃত মানুষের ছায়াদের
হাঁটতে দেখি উঠোন জুড়ে।
চাষাবাদ হয় কথার ,আঙ্গুলের
ফাঁকে দাফন হয় সিগারেটের ,আড্ডায়
ফিরে আসে পলাতক প্রেমিকেরা
ইস্কাপনের টিক্কার মতো ।
নিষিদ্ধ উপসম্পাদকীয় অর্ধেক পূর্ণিমার
ঝলসানো কংকাল , জীবন তবু
সাঁতার কাটে আগুনমুখা
দ্রোহের অসমাপ্ত বালিয়াড়িতে ।