দুর্গা পূজা
অন্তরা মন্ডল
অশুভ থমথমে জীমূত অপসৃত হওয়ার বেলা
নিষ্কলুষ নীল গগন জুড়ে বিচলিত সাদা মেঘের ভেলা,
আগমনীর বংশীধ্বনি কর্ণগোচর হয় দূরে-
প্রতীক্ষার অবসান আজ ঠিক একটা বছর ঘুরে।
গন্ধহীন সাদা কাশবন-দুষ্প্রাপ্য সুবাসে দেয় প্রলোভন,
হিমেল হওয়া-সদ্য প্রস্ফুটিত শিউলিফুলে দিচ্ছে দোলা,
ঢাকের আওয়াজ জানান দেয় পুজো নয় বেশি দূর,
রেডিওতে সশব্দে শোনা যায় মহিষাসুরমর্দিনী সুর।
শরতের প্রাক্কালে দেবিপক্ষের সূচনায় মাতোয়ারা মন
চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপে রেঙে উঠেছে ভুবন,
সকলের হৃদয়ে প্রস্ফুটিত হয়েছে ক্ষণিক পরিতোষ
তোমার আগমনে আজ অশুভ শক্তির বিনাশ হোক।
লাল বেনারসি আর গয়নার সাজে সেই ভুবনমহিনী রূপ
রাঙা চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা বহুরূপ,
ফুল-ফলের সমারোহে রঙিন মায়ের মূর্তি
জ্যান্ত দুর্গাকে নিয়ে আজ অসুরদের রসস্ফূর্তি।
কেউ করছে মণ্ডপে আজ নারিশক্তির আরাধনা
সেই হাতেই দিচ্ছে কেউ তোমার নারীকে যন্ত্রণা।
আনন্দ-উত্তাল দূরে ঠেলে বিদায় সুর বাজে কানে
বিসর্জনে-নাচের তালে সিঁদুর সাজে গালে,
কোলাহল স্তম্ভিত আজ অপেক্ষা আবার শুরু
ভাসানের পথে মাগো চাই অপরাধীর শাস্তিটুকু।