দ্রুতগামী যান
চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়
বশীকরণ করে রাত...
এক তন্দ্রাহীনতা ছড়িয়ে দেয় চরাচরে
মেঘের গা থেকে খসে পড়ে
অলিখিত ইতিহাস।
চুপ করে লুকিয়ে থাকা গাছের পাতাদের
খুঁজে খুঁজে এক সময়ে ক্লান্ত
হয়ে যায় জোনাকিরা।
তখন আইস কিউব
তরলের রং ফিকে করে দেয় চুপিসারে।
জোর করে টেনে আনা আনন্দ আর চিরকালীন একাকীত্ব
একে অপরের দোসর হয়ে যায়।
সমস্ত শান্ত হঠাৎ কি করে যেন অশান্ত হয়ে যায়,
ফিরে দেখি সেটা পৃথিবীর সব থেকে দ্রুতগামী যান।
আসলে সেটাকেই 'মন' বলে হয়তো।