ইলেকশন
মানিক ঘোষ
ইলেকশন, তুমি জানো কি ?
তোমার জন্য ভুলে গেছি আমি এই জীবনের মানে কী।
তোমার জন্য খালি হাতে মা, সিঁদুরবিহীন কতকাল। তোমার জন্য শেষ হয়ে গেছে ইহকাল আর পরকাল।।
তোমার জন্য পাইনা খেতে ঘুরে ঘুরে মরি রাত দিন । নেতার ঘরে খুশির আলো তার ছেলের আজ জন্মদিন।।
তোমার জন্য রক্ত রাঙানো নিমতলাটার উঠোনে।
কত নিশি মায়ের বারিশের মত অশ্রু পড়ে যে গোপনে।।
গাড়ি চেপে যায় জননেতার ছেলে পাহাড় সমুদ্রে বেড়াতে।
আমার জন্য উঠোন আছে আর ঘুরে বেড়াই পাড়াতে।।
তোমার জন্য চারিদিকে কত মিটিং, মিছিল, হরতাল।
চারিদিকে নাকি কত উন্নয়ন!তবু আমাদের পোড়া কপাল।।
বাবাটা আমার বোকা ছিল খুব শুধু শুধু গেল মরতে।
"ভোজের আগে রণের পিছু" শুনেছি স্যারকে বলতে।।
যদি কোনদিন বড় হতে পারি আম্বেদকরের ধারাতে। পাল্টে দেবো আইন সবই ভোট হবে না পাড়াতে।।
কাপড় চোপড় পেটের খাবার আর চাই শুধু বই।
স্বজন হারাদের চোখের জল যদি পারি মোছাবই।।