বৈশাখী প্রেম
প্রদীপ কুমার দে
একফালি স্তব্ধতার রোদ ঠিকরে পড়ছিল
নির্ঘুম দুপুরে ক্লান্তিহীন চোখে;
তুমি আঁচল টেনে ছায়াবৃত্ত এঁকে দিলে।
নিষ্পলক চাহনির ব্যাঘাত ঘটিয়ে,
তোমার এলোকেশী আমার বুকে
ভীষণ বৈশাখী হাওয়ায়
সাঁতার কাটতে থাকে।
বিস্মৃতির অতলে ডুব দিয়ে তুমি আর আমি
অগাধ সময়ের সমুদ্রে অবগাহন করছি।
উষ্ণস্রোতে মত্তহারা হয়ে,
ছায়াঘন শতাব্দী পেরোচ্ছি নিঃশব্দে।
বৈশাখী প্রেমে বুঁদ হয়ে
তপ্ত-ঘর্মাক্ত-লালাময় শরীরী বুদবুদ মেখে,
ছায়াসূর্য পেরিয়ে ক্রমশ অগ্রসর হচ্ছি
বয়স বেড়ে ওঠা পড়ন্ত বিকেলের দিকে;
একবুক প্রশান্তি নিয়ে।