অদৃশ্য হাত
ইন্দ্রনীল ভট্টাচার্য
মাঝে মাঝে যখন রাস্তা দিয়ে হাঁটি
একটা অদৃশ্য হাত এসে হাত ধরে।
ব্যাস, তারপর নিশ্চিন্ত -
কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি,
কেনো যাচ্ছি,
সেসবের আর চিন্তা থাকে না।
সেই হাত বড় ঠান্ডা
এমন প্রাণ জুড়ানো শান্তি
যে বলবার কথা নয়।
এইভাবে হাঁটতে হাঁটতে অচেনা গন্তব্যের দিকে চলি; চলতেই থাকি;
চলা আর থামেইনা কোনোদিন...