চোখ
জনা বন্দ্যোপাধ্যায়
আকাশ জুড়ে রংমশাল ,
তবু বন্ধ তোমার চোখ !
চেতনার গভীরে কিছু কথার
জমাট পলিস্তর!
চাওনা চোখ খুলে দেখতে
আলোর মূর্ছনা !
ভালোবাসো রামধনু ,
তবু হতে চাওনা শিল্পী !
চেনা -অচেনার খেলায়
তোমার বন্ধ চোখ
খুলে যদি একবার চাও ,
দেখব সে চোখের একটিতে জল ,
আর একটিতে আগুন !