ঝড়
জয়ন্ত চট্টোপাধ্যায়
বাইরের ঝড় থামলেও ভিতরে প্রলয় থামে না
অন্ধকারের আলো কখন ডিগ্রির মাপে পায় মুখ
যে পাখিটি শিস দিয়ে বসে পর্ণমোচী গাছে তার
ঠোঁটে যত শিমুলের লাল অকৃত্রিম প্রসাধনী দেখে
হেসে ওঠে মরা ডাল।
সজীব কঙ্কাল বুঝি বিলাসবিভ্রম!
কোদালের ঘায়ে অনিবার্য ধুলোর ফাগুয়া
সাদা বাছুরের কাজলচোখের কৌতূহল উল্লাসডাকে
পাখিভাষা বোঝার প্রত্যয়ন।
অসময়ের মাছরাঙা ঠি-ঠি রিংটোনে যত শীৎকার
বাউণ্ডুলে বিড়ালেরা নগণ্য জানে সম্ভাবনার কুঁড়ি
আঁচিলের মতো ফুটে আছে বিকেল,গড়িয়ে গ্যাছে
ঝাঁপজল ছবিটির মতো চৌঘরা জালের লুকোচুরি
ছোটোমাছ ঢোঁড়া কাঁকড়ার দাড়া
ঝড়ের বিকেল এলে ভেঙে পড়ে ঢেউ যারা নিজেকে
পণ্য করে রাস্তার পাশে উজ্জ্বল প্লাস্টার,সাবেকি
বাড়ির মতো ধুয়ে ফেলে লোকসান বরফের ঘায়ে
পুড়ে যায় জলের আগুন দগ্ধ চামড়া আর মাংসের তাল।