করুণার বন্যায়
অজিত কুমার জানা
শরৎ স্বয়ংক্রিয়ভাবে-
আত্মপ্রকাশিত হয় প্রকৃতিতে,
লিপিবদ্ধ সূচীপত্রের অধ্যায় লিখে,
ঘন্টা, দিনের পৃষ্ঠা খুলে।
বিদায়ী বর্ষার কান্নায়,
শরতও গভীর সমব্যথী।
ভাবাবেগে ব্যাকুলতার শিশির,
দূর্বাদলে ঘাড় চেপে বসে।
ক্রমশই হালকা হয় মন,
সুগন্ধী পারিজাতের উষ্ণ ছোঁয়ায়
আগমনী গানের উদাস সুরে।
শরতের শিরা ও উপশিরা জুড়ে,
প্লাবিত খুশির উৎসব,
আনন্দময়ীর করুণার বন্যায়।