অপেক্ষা
কঙ্কন গঙ্গোপাধ্যায়
অসুখবিলাস ছিল জানি, আবছায়া অভিধানে
খুঁজতে গেলে সম্পর্কের মানে, অবুঝের মতো
ঝরে পড়া সব ফুল রেখে গেছে জন্মদাগ ক্ষত।
শীতের কুয়াশা গায়ে মেখে, উড়ে এল পুবদিক থেকে
কাক ভোরে কোন এক পাখি, তাকে চেন নাকি?
অগোছালো জীবনের কূলে, বাকিটা নিছক ফাঁকি।
স্মৃতি সব জমা আছে সময়ের ভাঁজে, আটপৌরে সাজে
উষ্ন গোধূলি বাঁকে উদাসী হাওয়া সুর তোলে, খেলাচ্ছলে
জানো কী তুমি, আজও থাকি অপেক্ষায় সব কাজ ফেলে
ঠিকানা না রেখে, ফিরে গেছ ছোট্ট এক চিরকুট লিখে
খুলে দেখি,হাহুতাশের কব্য লেখা আছে, ধূসর আশ্বাসে
তবু বেঁচে, কোন বিশ্বাসে?দগ্ধ হৃৎপিণ্ডটাও হাসে উল্লাসে।