মন খারাপের খাতা
দীপক মণ্ডল
আঁচলে কূট তরবারি রেখে
সম্পর্কের শিরোনামে, তাকে কী বলব---
পবিত্র প্রেম!
না, অজস্র বেদনা ভুলে, বোধিবৃক্ষের নিকট---
নতজানু হয়ে যোগীশ্বর হব।
অরণ্য, মাথার উপর ছাদ, ভর দুপুরে ছাতা,
বলে ---বসো দু'দণ্ড, হে যাজ্ঞিক পুরুষ।
অরণ্য ভাষাহীন অথচ উদাসীন নয়
অনন্তপ্রসারী... একান্ত নির্ভরতা
তোমার শিকড়ে অর্পণ করি
মনখারাপের খাতা।