যাত্রী
খেয়া সরকার
নিজেকে কোথায় রাখবো
সেই ভাবনায় অস্থির বাতাস
কিছু শব্দ যোগ করে
ভিতরে থেকে দেখেছি
বিশ্রামহীন অন্ধকার উপত্যকায়
এক আর্ত বালিকা
হেঁটে চলেছ প্রদীপ হাতে
ওকে কিছু বৃত্তভাঙা নিবিড় চোখ
উপহার দেবো বলে
বাইরে এসে দেখি
শূন্য ঢাকা চাদরে অমলিন মুখ
আমাকেই ক্রমাগত ডাকছে ভিতরে
সেই ভাবনায় অস্থির বাতাস
কিছু শব্দ যোগ করে
ভিতরে থেকে দেখেছি
বিশ্রামহীন অন্ধকার উপত্যকায়
এক আর্ত বালিকা
হেঁটে চলেছ প্রদীপ হাতে
ওকে কিছু বৃত্তভাঙা নিবিড় চোখ
উপহার দেবো বলে
বাইরে এসে দেখি
শূন্য ঢাকা চাদরে অমলিন মুখ
আমাকেই ক্রমাগত ডাকছে ভিতরে