এইতো প্রেম
সুপ্রভাত মেট্যা
ভালোরকম বৃষ্টি হলে তবে কাদা হয় জীবন ।
ঘষাঘষি মেঘ,তার চমকানো আলোয়
আমি স্পষ্ট দেখতে পাই
তুমি বৃষ্টি গায়ে মেখে পাগল হচ্ছ।
আর কী আনন্দে নেচে নেচে ধন্য হচ্ছে আমার কবিতা ।
তোমার প্রস্ফুটিত হাসির দাঁতে
জ্যোৎস্না রাত দেখে আমি স্বপ্ন হচ্ছি ।
জলীয় সীমানায় পৌঁছানোর আগে
অন্ধকার-সংস্পর্শে যে অসুখ-যোগ,
তাকে কাটিয়ে বিশ্বাস অর্জনের মুল খাতায় গিয়ে
আমি তোমাকে, এবং নিজেকে লিখছি ।
এইতো প্রেম !
তোমার অসুখ হয়েছে জেনেও ,
সুখ পাল্টে পাল্টে
তারা অন্য কোথাও , অন্য কোনওখানে, যায়না কখনও !