বোধনকাল
সুমিতা চৌধুরী
জেগে ওঠো আজ সকল দূর্গা,
মায়ের বোধন কালে।
ঘোচাও আপন শৃঙ্খল যতো,
আপন ক্ষমতাবলে।
বিনাশ করো সকল পাপের,
সংহারে হও সবলা।
সমাজের সকল দনুজেরে নাশো,
থেকো না অবগুন্ঠনে অবলা।
আপন আত্মশক্তি জাগাও,
তুমি যে সৃষ্টি, মাতা।
দনুজদলনী রূপে তুমি,
হয়ে ওঠো জগতের ত্রাতা।
তুমিই শক্তি, তুমিই ঘরনি,
তুমিই পূজার অর্ঘ্য।
তুমিই ধারক, তুমিই পালক,
তুমিই প্রেমের নৈবেদ্য।
জেগে ওঠো আজ মহামায়ার সকল রূপে,
জগতের কল্যাণ সাধনে।
প্রতি মা-তেই যে প্রতিমার স্থান,
বিশ্বকে বোঝাও তা দৈনন্দিন যাপনে।