1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023| HS Bengali Suggestion 2023

 উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023| HS Bengali Suggestion 2023

[উচ্চ মাধ্যমিক বাংলা] বিভাগ : খ. (Marks : 30)



১। সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১×১৮=১৮

১.১ মৃতুঞ্জয়ের ধূলিমলিন সিল্কের জামা এখন— (ক) পরিচ্ছন্ন হয়েছে, (খ) অদৃশ্য হয়েছে, (গ) ছিঁড়ে গেছে, (ঘ) নতুন হয়েছে।

১.২ লোকটার চাহনি কেমন ছিল?— (ক) নরম, (খ) নম্র, (গ) উগ্র, (ঘ) প্রখর।

১.৩ “না খেয়ে মরাটা উচিত নয় ভাই” কথাটি বলেছে— (ক) মৃত্যুঞ্জয়, (খ) টুনুর মা, (গ) নিখিল, (ঘ) মৃত্যুঞ্জয়ের ছোটো ভাই।

১.৪ ‘কনকপানি’ চালের ভাত খান—(ক) পিসিমা, (খ) ছোটোবাবু, (গ) মেজোবাবু, (ঘ) বড়োবাবু।

১.৫ “ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা-পুলিশ!”—বক্তা কে?— (ক) চৌকিদার, (খ) চাওলা জগা, (গ) নাপিত, (ঘ) দারোগা।

১.৬ “এবার নিশ্চয়ই লোকেরা খুব হাসি পাবে?”—উক্তিটি করেছেন—(ক) শম্ভু, (খ) বৌদি, (গ) শম্ভু ও অমর, (ঘ) অমর।

অথবা, ‘নানা রঙের দিন’ নাটকের পটভূমিতে কী আছে? – (ক) পেশাদারি থিয়েটার, (খ) সখের থিয়েটার, (গ) যাত্রাপাল, (ঘ) কোনোটিই নয়।

১.৭, ‘বিভাব’ নাটকে প্রেমের দৃশ্যে নেপথ্যে কী বেজেছিল? – (ক) বেহালা, (খ) বাঁশি, (গ) হারমোনিয়াম, (ঘ) পিয়ানো।

অথবা, ‘নানা রঙের দিন’ নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স ছিল—(ক) ৬৮ বছর, (খ) ৬৯ বছর, (গ) ৭০ বছর, (ঘ) ৭১ বছর।

১.৮ হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়— (ক) অন্ন চাই, গৃহ চাই, (খ) চাল চাই, কাপড় চাই, (গ) গৃহ চাই, টাকা চাই, (ঘ) এর কোনোটিই নয়।

অথবা, “বাঃ বাঃ বুঢ়ঢ়া! আচ্ছাহি কিয়া।” – এই ‘বুঢ়ঢ়া’ হলেন— (ক) কালীনাথ সেন, (খ) রামব্রীজ, (গ) রজনীকান্ত চট্টোপাধ্যায়, (ঘ) কোনোটিই নয়।

১.৯ কবি নিজেকে চিনেছেন— (ক) আঘাতে ও বেদনায়, (খ) অন্যকে ভালোবেসে, (গ) মানুষের সান্নিধ্যে, (ঘ) অন্যকে আঘাত করে।

১.১০ সারা রাত মাঠে / আগুন জ্বেলেছে”—কারা আগুন জ্বেলেছে?— (ক) গ্রামবাসীরা, (খ) বনবাসীরা, (গ) দেশোয়ালিরা, (ঘ) অতিথিরা।



১.১১ উজ্জ্বল আলোর স্তম্ভকে কবি উপমিত করেছেন— (ক) শীতের দুঃস্বপ্নের সঙ্গে, (খ) জলের স্রোতের সঙ্গে, (গ) অন্ধকারের সঙ্গে, (ঘ) গলিত সোনার সঙ্গে।

১.১২ সবুজ বাগানের আকাঙ্ক্ষা করে— (ক) কবির কল্পনা, (খ) কবির হৃদয়, (গ) শ্রমিকেরা, (ঘ) কবির দেহ।

১.১৩ “স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব” – ফিলিপের কান্নার কারণ— (ক) তাঁর রাজত্ব চলে যায়, (খ) অসুখ ছিল বলে, (গ) যুদ্ধে পরাজিত, (য) আর্মাডা নৌবহরের পতন।

অথবা, ‘চারিদিক শুনশান' — কোন্ স্থান? - (ক) হাসান আব্দালের জঙ্গল, (খ) শেখ মহম্মদের জঙ্গল, (গ) শেখ হাসানের জঙ্গল, (ঘ) শেখ আব্দালের জঙ্গল।

১.১৪ ফিরোজা বেগম গাইতেন— (ক) নজরুল গীতি, (খ) রবীন্দ্র সংগীত, (গ) শ্যামা সংগীত, (ঘ) শিশু সংগীত।

১.১৫ সত্যজিৎ রায় পরিচালিত শ্রেষ্ঠ ছবি কোন্‌টি? – (ক) অপরাজিত, (খ) অপুর সংসার, (গ) পথের পাঁচালী, (ঘ) চারুলতা।

১.১৬ দত্ত কেমিক্যাল ওয়ার্কস-এর প্রতিষ্ঠাতা হলেন— (ক) জগদীশ দত্ত, (খ) রসিকলাল দত্ত, (গ) সত্যেন্দ্রনাথ দত্ত, (ঘ) অক্ষয় কুমার দত্ত।

১.১৭ গঠনগতভাবে বাক্য— (ক) তিন প্রকার, (খ) দুই প্রকার, (গ) চার প্রকার, (ঘ) ছয় প্রকার।

১.১৮ রূপিম কীসের ক্ষুদ্রতম গুচ্ছ? – (ক) শব্দের, (খ) পদের, (গ) ধ্বনির, (ঘ) বাক্যের। 



২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :

২.১“বচসা বেড়ে গেল।” বচসার কারণ কী?

উত্তর: হিন্দু গ্রামবাসীরা বৃদ্ধা ভিখারিনিকে মৃত ভেবে নদীর চড়ায় ফেলে আসে। এরপর কয়েকজন মুসলমান তাকে নিয়ে এলে তার সৎকারের অধিকার নিয়ে দু-পক্ষের বচসা শুরু হয়।


২.২ “তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও”—তারাটিকে দেখে কবির কী কী মনে হয়েছে?

উত্তর: তারাটিকে দেখে কবির পাড়াগাঁয়ের বাসরঘরের লজ্জাশীলা মেয়ে এবং মিশরের মানুষীর বুকের থেকে নীল মদের গেলাসে রাখা মুক্তো মনে হয়েছিল।


২.৩ “বহুদিন জঙ্গলে যাইনি”–জঙ্গলে না যাওয়ার ফলে কী হয়েছে?

উত্তর: জঙ্গলে না যাওয়ার ফলে কবি নাগরিক আগ্রাসন এবং সবুজের হত্যালীলা দেখেছেন এবং রোগগ্রস্ত হয়ে পড়েছেন।


২.৪ “বিশ্বভারতীই কি পারমিশন দেবে?” কীসের পারমিশন?

উত্তর: শ্রীশম্ভু মিত্র রচিত ‘বিভাব’ নাটক থেকে গৃহীত উদ্ধৃতিটিতে ‘মালতীলতা দোলে’ রবীন্দ্রসংগীতটি ফিলমি কায়দায় গাওয়ার জন্য বিশ্বভারতীর পারমিশন বা অনুমতি পাওয়ার কথা বলা হয়েছে।


অথবা, “খুব খারাপ হচ্ছে না, কী বলো?” —কী খারাপ হচ্ছে না?

উত্তর: অজিতেশ বন্দ্যোপাধ্যায় অনূদিত ‘নানা রঙের দিন' নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত তাঁর নিজের অভিনয় সম্পর্কে বলেছেন যে তা খারাপ হচ্ছে না।


২.৫ একভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে?

উত্তর: যে অভিধানে এক ভাষার শব্দকে সেই ভাষা দিয়েই ব্যাখ্যা করা হয়, তা একভাষিক এবং যে অভিধানে এক ভাষার শব্দকে অন্য ভাষা দিয়ে ব্যাখ্যা করা হয়, তা দ্বিভাষিক অভিধান।



২.৬ খণ্ডধ্বনির অপর নাম কী?

উত্তর: খণ্ডধ্বনির অপর নাম হল বিভাজ্য ধ্বনি।

২.৭ “এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছরাদ্দ হবে”—কাদের এভাবে শ্রাদ্ধ হবে?

উত্তর: খ্যাতনামা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর ‘ভাত’ ছোটোগল্প থেকে আমরা জানতে পারি যে, মাতলা নদীর বন্যায় মৃত গ্রামবাসীদের সারবন্দিভাবে শ্রাদ্ধ হবে।

২.৮ “কঠিনেরে ভালোবাসিলাম” কঠিনকে ভালোবাসার কারণ কী?

উত্তর: কঠিন কখনও বঞ্চনা করে না বলে ‘রূপনারানের কূলে’ কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর কঠিনকে ভালোবেসেছিলেন।



২.৯ “অলস সূর্য দেয় এঁকে”—অলস সূর্য কী এঁকে দেয়?

উত্তর: সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতায় কবি লিখেছেন যে, অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়।

২.১০ “এই পড়ে বুকে ভরসা এল—” কী পড়ে বুকে ভরসা এল?

উত্তর: রুশ চিত্রপরিচালক আইজেনস্টাইন সাহেবের কাবুকি থিয়েটার সম্বন্ধীয় লেখা পড়ে নাট্যকার শম্ভু মিত্রের বুকে ভরসা এল।

অথবা, “সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে, ...” –বক্তা কী বুঝেছিলেন?

উত্তর: ‘নানা রঙের দিন’ নাটক থেকে গৃহীত উদ্ধৃতাংশটির বক্তা রজনীকান্ত বুঝেছিলেন যে, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা মিথ্যাবাদী এবং গাধা।

২.১১ “যখন সমুদ্র তাকে খেল”—সমুদ্র কী খেয়েছিল?

উত্তর: শঙ্খ ঘোষ অনূদিত ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় আছে যে, উপকথায় বর্ণিত আটলান্টিসকে সমুদ্র খেয়েছিল।

অথবা, “... মার সঙ্গে তর্ক শুরু করি।”—কোন্ বিষয় নিয়ে তর্ক?

উত্তর: ‘অলৌকিক’ গল্পে হাত দিয়ে গুরু নানকের পাহাড় থেকে গড়িয়ে-পড়া পাথরের চাঙড় থামানোর গল্পটি লেখক অবিশ্বাস করায় মায়ের সঙ্গে তাঁর তর্ক হয়েছিল।

২.১২ মুণ্ডমাল শব্দ কাকে বলে?

উত্তর: একটি শব্দগুচ্ছের প্রতিটি শব্দের প্রথম ধ্বনিগুলি নিয়ে যে শব্দ তৈরি হয়, তা-ই মুণ্ডমাল শব্দ। যেমন—বিবাদী বাগ (বিনয় বাদল দীনেশ বাগ)।



Joydeb Biswas

Poet Joydeb Biswas studied Bengali literature. In 2015, at the age of 22, he published 'Sahitya Chetona' magazine. Currently two editions of the magazine are published. One is the online version and the other is the printed version. He is the founder and editor of the two editions. facebook twitter youtube instagram whatsapp

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন