সন্ধান চাই
সৌমেন বন্দ্যোপাধ্যায়
সৌমেন বন্দ্যোপাধ্যায়
নাম বিপ্লব কর, উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি
গৌর বর্ণ, সর্বদা হাসিমাখা মুখ
নিখোঁজ হয়েছেন গত ২১ মার্চ
পরণে কালো ফুল প্যান্ট ও সাদা জামা
চোখে চশমা, ডান গালে কাটা দাগ
বয়স চল্লিশ, নিবাস রামপুরহাট -
সন্ধান জানান আমাদের ঠিকানায়।
যে লোকটা হারিয়ে গেল, তাতে কার কি
সে তো নিজের কাছ থেকে নিজেকে হারায়নি!
সে হয়তো নতুন চারা তৈরি করছে
হয়তো নতুন সমাজের স্বপ্ন দেখছে,
যেখানকার মাটি মমতা মাখানো
বাতাসে নেই মরণ বিষক্রিয়া
মানুষ যেখানে নিষ্ঠুরতা থেকে নিবৃত্ত,
তেমনই একটা জায়গায় যদি যেতে চান
তবে তাকে ফিরিয়ে আনার প্রয়োজন কি!
টিভি চ্যানেলের টাকা উপার্জন হয়েছে
প্রশাসন হাল ছেড়ে তোলা তুলতে ব্যস্ত
নেতারা ভাবছে একটা ভোট গেল বুঝি,
ক্লাব কর্তৃপক্ষ দিনগুনছে ফেরার পথে
এবার পুজোর উদ্বোধন করবে কে!
ছাত্রদল ওনার কথা ভুলে নকল করছে
আর যারা কাছের মানুষ রক্তের সম্পর্ক
তারা ফাইল ঘেঁটে পলিসির কাগজ খুঁজছে!
শুধু তার আট বছরের মানিক চোখের জলে -
সে জানে না তার বাবা নিখোঁজ হয়েছেন
সে জানে তার উপর রাগ করে চলে গেছেন,
অর্থাৎ তাকে সেটাই বোঝানো হয়েছে
এককথায় তার উপর বোঝা চাপানো হয়েছে,
তাই সে বিপ্লব চায়, চায় আদর্শের সন্ধান -
চায় তার জনককে, সোজা হয়ে দাঁড়াবার জন্য
কেউ কি পারবেন তাকে আদর্শের সন্ধান দিতে?
অসাধারণ বললে কম বলা হয়।
উত্তরমুছুন