শরৎ রানী
সরবত আলি মণ্ডল
শরৎ মানে নতুন পোষাক
পরবে কচি কাঁচা,
সবাই মিলে আলিঙ্গনের
ছোঁয়া নিয়েই বাঁচা।
শরৎ ছোঁয়ার আলিঙ্গনে
মন যে কেমন করে,
মাঠের শেষে কাশের বনে
যায় মন আজ ভরে।
যেদিকে তাকাই আলোর রোশনা
ঝলমলে সব খেলা,
ঘর থেকে আজ বেরিয়ে দেখ
শরৎ কালের মেলা।
দেখবে মেলা, পুতুল খেলা
খুকু ধরেছে বায়না,
হাড়ি কলসি খুন্তি চামচ
কিনবে একটি আয়না।