সূর্য প্রণাম
আনারুল হক
তুমি সূর্যের দিকে তাকাও
আমি আগুনের দিকে
ঝলসে যাবে তোমার চোখ মুখ আর কলিজা ।
তবুও ওরা সৃষ্টির আধার ।
তুমি যদি ঠিক করে তাকাও সূর্য কথা বলবে,
বলবে তার জীবনের ইতিহাস, সূর্যের চোখ থেকে নামবে অশ্রু ।
কি পরিশ্রম করে ও, সারাদিন পুড়ে আমাদের রক্ষা করে ।
বিনিময়ে আমরা.........?
তবুও কালামুখো হয়ে আবার আকাশ ফুঁড়ে ওঠে ।
যদি সূর্য একদিন, দুদিন, তিন দিন না আসে, তবে
আমরা নিথর হয়ে যাই, যদি বেশিক্ষণ থাকে আমাদের
শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ।
তবুও তুমি উদয় হতে ভুল করো না সূর্য ।
তোমার দিকে চেয়ে লক্ষ কোটি প্রাণী আজ সতেজ,
যা কিছু আবিষ্কার সবই তো তুমি ।
কিন্তু আজকে সূর্যের অভাব, চারদিকে নিকষ কালো,
ঠিক যেন মাতৃগর্ভ, ভ্রূণ হত্যার মতো রাতের আঁধারে
ঝরে পড়ে দেহ, তোমার অবর্তমানে ডাকাতি,
খুন, ধর্ষনের রিকটার স্কেল কেঁপে কেঁপে ওঠে ।
সূর্য, তুমি ডুবে থেকো না,
পারো যদি রাতের আঁধারেও মাঝে মাঝে এসো ।