প্রকৃতি ও উমা
রূপালী গোস্বামী
রূপালী গোস্বামী
রুনুঝুনু সকাল দুপুর
খুকুর পায়ে বাজছে নূপুর
মৌমাছিদের মিষ্টি গান
মাঠময় ছড়িয়ে সোনালী ধান।
ঝিলের জল কুলকুল
চারিদিকে ঢাকের বোল,
গন্ধ ছড়ায় শিউলি ফুল,
নদীর ওপারে উঠলে চাঁদ,
রূপকথা হয় জোছনা রাত।
ভোগের বাটি প্রায় শেষ
মায়ের পুজো চলছে বেশ।