সহজ দৃশ্য
অর্পিতা দাস
অর্পিতা দাস
ফুটপাত জুড়ে সস্তার দোকান
কিনে নিচ্ছে পছন্দ মতো,
রাস্তা চলেছে সিগন্যালে চোখ রেখে ।
পান ঘরে রোজকার ঠাসাঠাসি ভিড়
গা গলিয়ে হাত বাড়াই -একটা চারমিনার ,
ঠোঁটের ফাঁকে সানন্দে ধোঁয়া তোলে।
বেনামী বাতাস ছুঁয়ে যায় রুক্ষশুষ্ক
একাকী কৃষ্ণচূড়ার শরীর ,পিক মুখে
পরিচিত ভাগ করে নিচ্ছে হাড়ির
গুপ্ত খবর ।ধুলো- ধোঁয়া- উষ্ণতা
চলেছে যাত্রী সজোরে ।