সূপ্ত ভাবনারা
বদরুদ্দোজা শেখু
কতো কথা ভাবি নির্জন রাতের অবসরে
ঘরে ঘরে সবাই যখন ঘুমের দেশে ঢ'লে পড়ে
সারা দিন ব্যস্ততার শেষে , কোথাও কোনো
সাড়াশব্দ উঠে না, ফলেদের স্তবক ফুটে না,
ডানা ঝাপটায় না কোনো রাত-জাগা পাখি
ডাকে না পেঁচাও কোনোখানে, পাড়ার কুকুরগুলো
অনর্থক ঝগড়া করে না এমন নিশুতি, শিয়াল বিড়ালও
ঘুমে কাদা,তারারা আসমানে
অবাক চোখে চেয়ে থাকে এমন নিথর পৃথিবীর
অবসরে, সান্ত্রী-সেপাইরাও ভুলে যায় দিতে
রাত-পাহারার বাঁশি,কাশি ভুলে যায় অ্যাজমার রোগীরা,
তেমন গভীর অবসরে আমি ভাবি
সময়ের কথা ,সৃষ্টির কথা,ঈশ্বরের ভূমিকা ,
মৃত্যুর পরোয়ানা, কিয়ামতের ধারণা, কবরের
বিরাণ আঁধার,বেহেস্ত দোজখ, পাপপূণ্য, কৃত কর্মফল,
বিহ্বল ব্যাকুল হ'য়ে ভাবি মহাজগতের অনিশ্চিত অস্তিত্ত্ব
আর ঘুলিকানা হই উত্তরের ধ্যানে অনুধ্যানে,
জ্ঞানে আর কুলায় না, তখন বিশ্বাস--একান্ত বিশ্বাস
প্রশ্ন না ক'রে গায়েবে বিশ্বাস করা ছাড়া গত্যন্তর পাই না খুঁজে'
চোখ বুজে' আত্ম-সমর্পণ করি ভাগ্য-বিধাতার কাছে,
সব ভাবনাগুলো ঘুমায় শুনশান মহাকাশে,
মহামহিম রহিম রহমান
নিশ্চয় শুনবেন এই জায়মান আর্তি আমার --
তাঁর ইচ্ছায় কখন্ লুটিয়ে পড়ি ঘুমে,তাঁর অনুকম্পায়
আবার জেগে উঠি নতুন দিনের ভোরে প্রসন্ন আয়ুর বরকতে,
ভাবনার অসুখ-বিসুখও সূপ্ত থাকে উপ্ত প্রাণের সৈকতে ।।