আমি কবিতা চাষি
রাজীব ঘোষ
রাজীব ঘোষ
একটা নিম্নচাপ বমি করছে অনর্গল
আমার কোনো অফিস নেই
জবাব দিহি করার বাধ্যবাধকতা নেই
অফিসের ঘড়ি তাই আমাকে ডাকেনা ।
আমার শুধু একটা ফ্রার্ম হাউস আছে
সেখানে আমি কবিতা ফলায় বারোমাস
প্রতিটা ঋতু এখানে নববধূর মত আসে
আমার সাথে শুয়ে পাজামার গিঁট খুলে দেয়।
এখানে আমার ফলিত শষ্য
হাতের মুঠোয় ধরলে জ্বলে ওঠে ধ্বনি
বাধ্য হও খাদের কিনারায় দাঁড়াতে
ভাবো এই বুঝি পড়ে গেলাম কবিতার বাঁকে।
কোমর থেকে হাত গালে রেখে শুধু বললে
এ শালা চাষা বড্ড ফাজিল ।