চেতনা
মহুয়া দাস
মহুয়া দাস
সে তুমি বুঝেছ ? বুঝবে না জানি, নাকি বুঝতে চাও নি !
খুশির বাঁধ আমার মনে, আমার দেহে, আমার স্পন্দনের মধ্যে
ঝর্ণার অবিচল ধারা শান্ত, যেন বুদ্ধ ধ্যানে মগ্ন ছবির বৈচিত্র্যে ভরপুর আমার আনন্দ
পাগলিনীর উন্মাদনায় পারবে তাকে স্থির করতে?
গোধূলি বেলায় সূর্যের কিরণে তোমার হাসি দেখলাম, সোনার পাত্রের ঝিকিঝিকি আলোর মতো
সারাবেলা খেলা খেলা ছলে কেটে গেল কাল
পারাপারের ডাক শুনতে পাই নীরব রাতে
নিশুতি ঘনা চারপাশে তোমার নিঃশ্বাস এর আওয়াজ।
হঠাৎ ঘুম যায় ভেঙে চেয়ে দেখি আমি
ভাসছি, তরঙ্গিত সারা দেহ
কড়া নাড়ার শব্দ... আবার চুপ শান্তির বার্তা
বাইরে জানালায় দাঁড়িয়ে আমার চেতনা
আমার অন্তরের সন্ধিক্ষণে উঁকি দিলো
এক আলোর রেখা, আমি খুশিতে ভরপুর।
সারাবেলা খেলা খেলা ছলে কেটে গেল কাল
পারাপারের ডাক শুনতে পাই নীরব রাতে
নিশুতি ঘনা চারপাশে তোমার নিঃশ্বাস এর আওয়াজ।
হঠাৎ ঘুম যায় ভেঙে চেয়ে দেখি আমি
ভাসছি, তরঙ্গিত সারা দেহ
কড়া নাড়ার শব্দ... আবার চুপ শান্তির বার্তা
বাইরে জানালায় দাঁড়িয়ে আমার চেতনা
আমার অন্তরের সন্ধিক্ষণে উঁকি দিলো
এক আলোর রেখা, আমি খুশিতে ভরপুর।