স্বপ্নের খোলাম
শীলা বিশ্বাস
অসমাপ্ত, তুমি কি পিছু ফিরলে?
উপুড় দিলে জীবন ?
এখানে মেঘ শরীর গেঁথেছে পাহাড়ে
ধানের মখমলে সবুজের মিহিদানা
দেখো বাতাসের স্বাদ কোরক খুলে যাচ্ছে
আকাশ কি লুকাতে পারে তার দৃষ্টি?
সময়ের তোরঙ্গ গ্রাফ যেখানে প্রেম ও পরমহং তুলে রাখা
কেমন চলকে যাচ্ছে কালিহীন কলমের স্পর্শে
মায়াসুতো উল্টো বুনে নিচ্ছে তোমাকে
তবু কুড়িয়ে নিলে কি স্বপ্নের খোলাম ?
মায়াসুতো উল্টো বুনে নিচ্ছে তোমাকে
তবু কুড়িয়ে নিলে কি স্বপ্নের খোলাম ?