জানলা
রবিউল আলম
জানালাটা খুলে দাও,অপূর্ণ স্বপ্নগুলো দেখি।
জানালা দিয়ে স্বপ্ন দেখতে বড্ড ভালোবাসি।
শীতল হাওয়া,মানুষের গন্ধের মত ভাসে।
রাত্রি থেকে ভোর, ভোর থেকে সকাল আসে ।
জানালাটা খুলে দাও, আমার অহঙ্কারের ভাষা ছিড়ে যাক।
পরিমার্জিত সংস্করণ আমার হৃদয়ে খেলে নিরন্তর।
রাজপথের ধুলোরা ঝড় তুলুক, সব জানালা বন্ধ হয়ে যাক।
শুধু আমার জানালা খুলে দাও, আমি আনকোরা আলোয় স্নান করি।
তারপর দেখবে পৃথিবীর সব মাটি, মাথা উঁচু করে বলবে আমরা বেঁচে আছি।
সব গাছেরা নেচে উঠে বলবে আমরা আরো সবুজ হয়েছি।
সব স্বপ্নরা হাসতে হাসতে বলবে আমরা সফল হয়েছি।
শুধু জানালাটা খুলে দাও, অপূর্ন স্বপ্নগুলো আমি দেখতে শুরু করি।