মেঘের প্রেম
মধুসূদন পাল
মেঘটা তারাটিকে ভালোবেসেছিলো,
তাকে দেখে হেঁসেছিলো, কেঁদেছিলো আর ভেবেছিলো -
নিজের বুকের মাঝে লুকিয়ে রাখবে তাকে।
বাইরের হিংসুটে জগতের যেন নজর না লাগে।
আর তারা?
সে তো মেঘকে ভালোবেসেছিলো।
কিন্তু সে বলতে পারতো না,
কি করে মেঘ চাইবে সে।
কিন্তু মেঘ প্রেম বোঝে,
সে বোঝেনা ছোটো বড়ো উঁচু বা নীচু,
তাই মেঘ যখন তারাকে আলিঙ্গন করলো
তখন অন্য তারারা বিদ্রুপ করে বললো -
"দেখ দেখ জল ও আগুন প্রেম করলো।"
মেঘ তারা যেন বেশ সুখেই ছিলো,
তারপর একদিন হটাৎ এলো
এক বিশাল জ্যোতিষ্ক।
দুর্বার গতিতে তারার পাশ দিয়ে চলে গেল,
তারকেও সঙ্গে নিয়ে গেল।
নিয়ে গেল মেঘের তারাকে!
নিস্প্রান পাথর হয়ে গেল মেঘ,
মেঘ তখন বৃষ্টি হয়ে ঝরে পড়লো!
ঝমঝম ঝিরঝির টুপটুপ,
তারপর একেবারে চুপ সবাই চুপ।
মেঘ হল নিঃশেষ, মেঘ আর মেঘ নেই,
তারা হল শেষ!!
তখন তারারা বিদ্রুপ করে বললো,
"দেখলি জল আর আগুন প্রেম করেছিলো।"
মেঘটা তারাকে ভালোবেসেছিলো
তাকে দেখতে না পেয়ে কেঁদেছিলো আর কেঁদেছিলো!!