নির্ঘুম কাটে
মনীষা কর বাগচী
বুকের মধ্যে মরুভূমির ঝড়
ঘরের চালে পড়ে আগুন মুখো বাজ
ভর দুপুরে ডুবে যায় সোমত্ত সূর্যটা
অকালে ঝরে পড়ে ইচ্ছেডানাগুলি
সেদিন এমনই হয়েছিল, ছুটে গেল যেদিন তোমার হাত
ভেবেছিলাম সব শেষ
এখনই শব নিয়ে যাবে শ্মশানে
শব নিয়ে যেতে হয়নি
দিব্যি প্রাণ আছে
আসলে কিছুই হারায় না
কারো জন্য কিছু থেমেও থাকে না
সবাই বেঁচে থাকে
এবং দিব্যি থাকে
তবে কারো কারো নির্ঘুম কাটে প্রতিটি রাত।