হ্যারিকিনচঞ্চল পাত্র
ছোট্ট তোমার চোখের মনি
কাঁচের আবরণে থাকে।
অন্ধকারে এই চোখের মনি
আলোর ছবি আঁকে।।
তোমার দয়ায় ভ্রান্ত পথিক
পথ খুঁজে পায়।
তোমার সেবায় দীনের দ্বারে
আলো দেখা যায়।।
লোডশেডিং এ নিভে যায়
বিজলি বাতির আলো।
তুমি তখন ঘুঁচিয়ে দাও
সকল আঁধার কালো।।
সূর্য যখন অস্তে যায়
পাছে আঁধার এনে।
তুমি তখন নীরবে এসে
আলো দেখাও উজ্জ্বল দানে।।
এত দিয়ে তবু কেন
ও ভাই হ্যারিকিন।
পাওনা রূপে নাও শুধু
একটু কেরোসিন।।