জ্যোৎস্না ফোটে সন্ধিতলায় অসীম দাস
রাতের ঠোঁটে খঞ্জনী -ভোর
নাচতে নাচতে আসতে পারে ,
এই আশাতেই সবুজ নেশা
টলতে টলতে ক্ষেতের ধারে !
বাঁচতে বাঁচতে ক্লান্ত বাঁচা
হঠাৎই পায় দিগন্ত - ঘ্রাণ ,
লকলকানো লাউ এর ডগায়
ঝমাঝমানো শ্রাবণী- স্নান ।
তা না হলে ফুরিয়ে যেতো
বিপন্নতায় শ্বাসের হাওয়া ,
ডুবতো সফল ফুলের ফসল
ইন্দ্রনাথের নৌকা বাওয়া !
ঘুরতে ঘুরতে বৃত্ত বাড়ে
বাড়তি জীবন তেঁতুলপাতায় ,
মানিয়ে নেওয়ার ভঙ্গিমাতে
জ্যোৎস্না ফোটে সন্ধিতলায় !