আউফাউ
দেবারতি গুহ সামন্ত
ফুচকার ফাউটা ভীষণ দামী,
যতই টকজল আর ঝাল মশলা,
বেশী করে ভরে দেওয়া হোক ফুচকায়,
মনটা তবু আটকে থাকে ফুচকার ফাউয়ে।
ওই যে কথায় আছে না,
আসলের থেকে সুদ মিষ্টি,
ফুচকার ফাউটা হচ্ছে ওই সুদ,
টক ঝাল ফুচকায় হাল্কা নুনের ছোঁয়া।
তাইতো এই আসছে পুজোয়,
বাজি ধরেছি বন্ধুদের সাথে,
ফুচকা কাকুকে বকে বকে পাগল করে,
পকেট খালি করে হাউ হাউ করে খাব ফুচকার ফাউ।।