এ যে একুশ
মোঃ রেজাউল মন্ডল
বুকের রক্ত ঝরিয়ে যারা মরে
ওপারে ঢাকায় আর এপারে কোন্নগরে
প্রাণ দিল দুপুর বেলার অক্ত
কয়েকটি পাখির ঝরে পড়লো
তাজা খুনের রক্ত।
হাজার ছাত্রের মিছিলে তারা
দিয়েছিলেন পাড়ি
ওমা, এ যে একুশে ফেব্রুয়ারি।
ঢাকা মেডিকেল কলেজের রাজপথে
কারা যেন আর্তনাদ করে ওঠে
তোমরা কখনো তাদেরকে দেখতে
পারোনি কেউ
কাজ আর কাজ করে চলে
গায় রূপসাগরের ঢেউ।
হানদার বাহিনীর গুলির আওয়াজ
তোলপাড় করে বলে
ওমা এ যে একুশে ফেব্রুয়ারি।